২৯তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন বুধবার দুর্গাপুরের গান্ধী মোড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১ জানুয়ারি শুরু হয় এই পথ নিরাপত্তা সপ্তাহ।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানার উদ্যোগে বিভিন্ন জায়গায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় সঙ্গে বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেটও বিতরণ করা হয়। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে কমিশনারেটের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা র‌্যালির আয়োজন করা হয়। পরে গান্ধী মোড়ের মেলা ময়দানে হয় এদিনের সমাপ্তি অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি সহ পুলিশ ও পুরসভার আধিকারিকরা। পুলিশ কমিশনার বলেন, নিয়মিত সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ফলে দুর্ঘটনার হার ধীরে ধীরে কমছে।

Like Us On Facebook