কাঁকসার বিজেপি কর্মী সন্দীপ ঘোষের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ সাইফুলকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারও দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ চললো। বুধবার বিজেপির রাজ‍্য সহ-সভাপতি বিশ্বরুপ রায়চৌধুরীর পর বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপির আর এক রাজ‍্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে সামিল হয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, সন্ডীপ ঘোষ খুনের সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী শেখ সাইফুল। শেখ সাইফুল কাঁকসার একজন দাগী দুষ্কৃতী। অথচ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জির ঘনিষ্ঠ সহযোগী হল এই শেখ সাইফুল। শেখ সাইফুলের সঙ্গে উত্তম মুখার্জির ছবি ইতিমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় বেরিয়েছে।’ জয় বন্দ্যোপাধ্যায় উত্তম মুখার্জির কাছে আবেদন করে বলেন, ‘আপনি দয়া করে আপনার অনুগতকে আত্মসমর্পণ করিয়ে দেন। নাহলে রক্তের বদলে রক্ত ঝরবে।তখন কোন দায় থাকবে না আমাদের।’ এদিন দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার লক্ষীনারায়ণ মিনা বলেন, ‘সন্দীপ ঘোষ হত্যা মামলায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার জন্য প্রয়োজনীয় তৎপরতা চলছে।’


Like Us On Facebook