অণ্ডাল থানার অন্তর্গত উখরার পেট্রোল পাম্পের কাছে একটি বাড়িতে বৃহস্পতিবার হঠাৎ করে রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিন সকালে গ্যাসের ওভেন জ্বালাতে গেলে হঠাৎই গ্যাস লিক করে সিলিন্ডারে আগুন ধরে যায়।
জানা গেছে, গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় পাশাপাশি বসবাসকারী বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। স্থানীয় এক যুবকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। ওই যুবক প্রাণের ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডারটিকে বালি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্তে নামে বলে জানা গেছে।
Like Us On Facebook