২০ জানুয়ারি দিল্লির তালকটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের তৃতীয় সংস্করণ। সামনেই স্কুল বোর্ডের পরীক্ষা। তার আগে পড়ুয়াদের পরীক্ষা-ভীতি কাটাতে গত দু’বছরের মত এবারও ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০০০ পড়ুয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সারসরি কথা বলার সুযোগ পাবে এই অনুষ্ঠানে৷

এবারের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে দুর্গাপুরের পাঁচ পড়ুয়া। দুর্গাপুরের বিধাননগরের জহর নবোদয় বিদ্যালয়ের পাঁচ পড়ুয়ারা হল একাদশ শ্রেণির ছাত্রী পানাগড়ের বাসিন্দা জ্যোতি কুমার পাসি, নবম শ্রেণির ছাত্র পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা অভিমন্যু ঘোষ, একাদশ শ্রেণির ছাত্রী দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সালোনি সিং, নবম শ্রেণির ছাত্র পান্ডবেশ্বরের বাসিন্দা আয়ূষ বার্নওয়াল এবং একাদশ শ্রেণির ছাত্রী পূর্ব বর্ধমানের কান্দরার বাসিন্দা অস্মিতা ঘোষ। জহর নবোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মহাপাত্র একথা জানিয়ে বলেন, ‘১৮ জানুয়ারি দুরন্ত এক্সপ্রেসে এই পাঁচ পড়ুয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে।’ দুর্গাপুরের জহর নবোদয় বিদ্যালয়ের পাঁচ পড়ুয়ার সঙ্গে দিল্লি যাত্রার সঙ্গী হচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মহাপাত্র। জয়ন্ত কুমার মহাপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটানো ছড়াও আমার স্কুলের পাঁচ পড়ুয়া পরীক্ষা সংক্রান্ত ভীতি কাটাতে কিকি করণীয় সেই বিষয়ে প্রশ্ন করার যে সুযোগ পেয়েছে তাতে আমি আনন্দিত এবং গর্বিত। ‘

দুর্গাপুরের জহর নবোদয় বিদ্যালয়ের পাঁচ পড়ুয়া কিভাবে প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেল সে বিষয়ে প্রশ্ন করলে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মহাপাত্র বলেন, ‘এই অনুষ্ঠানে যোগদানের সুযোগ পেতে কিছুদিন আগে অনলাইনে একটি প্রবন্ধ লেখার কনটেস্ট হয়। সেই প্রতিযোগিতায় সসম্মানে উত্তীর্ণ হয় আমার স্কুলের পাঁচ পড়ুয়া। তারপরই আসে অনুষ্ঠানে যোগদানের সুযোগ।’ জয়ন্তবাবু জানান, ২০ জানুয়ারি দিল্লির তালকটোরা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের হাজারের অধিক পড়ুয়ারা পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পরীক্ষায় টেনশন দূর করতে কি করণীয় সেই বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ শোনার পাশাপাশি পড়ুয়ারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করতে পারবে। অপরদিকে প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের প্রশ্ন শুনে তিনি তাঁর মূল্যবান পরামর্শ দেবেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে।

জহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর
জহর নবোদয় বিদ্যালয়, দুর্গাপুর
Like Us On Facebook