.
রেলের অসংরক্ষিত টিকিটে আবার দেখা যাবে বাংলায় লেখা। রেল যাত্রীরা কোথা থেকে যাত্রা শুরু করছেন, আর কোথায় যাবেন তা ইংরেজি ও হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও লেখা থাকছে। আগে পিচবোর্ডের টিকিটে বাংলা লেখা থাকলেও টিকিট কাউন্টার কম্পিউটারাইজড হওয়ার পর বাংলা উঠে গিয়ে শুধুই হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা হতো যাবতীয় তথ্য। এবার সেই টিকিটে যাত্রা শুরু ও গন্তব্য স্টেশনের নাম সহ কোন শ্রেণির টিকিট তা বাংলায় উল্লেখ থাকছে। ইংরেজি ও হিন্দির দাপটের মাঝে রেলের টিকিটে ফের বাংলা জায়গা করে নিতে পারায় খুশি যাত্রীরা। ইংরেজি ও হিন্দির প্রয়োজনীয়তা থাকলেও স্থানীয় যাত্রীদের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।
Like Us On Facebook