ছট পুজোয় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি হিন্দি ভাষী মানুষদের জন্য একটি সূর্য মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার লাউদোহার ঝাঁঝরার পুরানো কলোনিতে ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি সূর্য মন্দির নির্মাণের সূচনা করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করায় স্থানীয় মানুষও খুশির কথা জানান।
সূর্য মন্দিরের সূচনা করে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ঘোষণা করেন, ২৪ ডিসেম্বর তিনি স্থানীয় মানুষের চাহিদা মতো একটি রাম মন্দির নির্মাণের সূচনা করবেন। জানা গেছে, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরে একটি জনসভা হওয়ার কথা।জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‘স্থানীয় মানুষ আমার কাছে রাস্তা, পানীয় জল চেয়েছিলেন আমি তা দিয়েছি। সূর্য মন্দির চেয়েছিলেন আমি তাও দিলাম। স্থানীয় মানুষ রাম মন্দির চান। তাই আমি ২৪ ডিসেম্বর স্থানীয় মানুষের দাবি মতো একটি রাম মন্দিরও দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা রথের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা রামকে পুজো করি। রামকে নিয়ে রাজনীতি করি না বিজেপির মতো।’