কাঁকসার কোটা বালি ঘাটে বৃহস্পতিবার সকালে দুই ব্যক্তিকে কেউ বা কারা গলায় গামছার ফাঁস দিয়ে খুন করে ফেলে রেখে যায়। জানা গেছে, মৃত দুই ব্যক্তির নাম শেখ হামিদুল ও শেখ নজরুল। দু’জনেরই বাড়ি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ফরিদপুর থানা এলাকায়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন বালি ঘাটে। পরিবারের লোকজন বলেন, শেখ হামিদুল ও শেখ নজরুল দু’জনেই কয়লা খাদানের কাজকর্মে যুক্ত ছিলেন।
শেখ আলিবুল নামের এক আত্মীয় কাঁকসা থানায় মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলেন, শেখ হামিদুল এবং শেখ নজরুল দু’জনেই কয়লা খাদানের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। পুরানো শত্রুতার জেরেই যে খুন সেই দাবিও করেন শেখ আলীবুল। আলীবুলের মতো দুই মৃতের পরিবারের লোকজনও এই খুনে বহিরাগতরা যে জড়িত সেই দাবি করেন।
পরিবারের লোকজন বলেন, ঈদের বাজার করব বলে বাড়ি থেকে বাজার বেরিয়ে ছিল শেখ হামিদুল কিন্তু ঈদের সেই আনন্দ আজ বিষাদে পরিণত হল। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠায়।
বালি না কয়লা বা স্থানীয় না বহিরাগত কোন্ অশান্তির জেরে এই জোড়া খুন সেই বিষয়ে পুলিশ এখনই কোন কিছু বলতে অস্বীকার করে। মর্মান্তিক এই ঘটনার পর ঈদের খুশির আবহে ফের অশান্তির কালো মেঘ যে জমলো লাউদোহায় সে কথা বলার আর অপেক্ষা রাখে না।