বিপুল ভক্ত সমাগমের মধ্যে দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে মায়ের বাৎসরিক পুজো ও সারা রাত্রি ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সঙ্গে রাতভর মন্দিরে চলে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরে। দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ পুণ্য লাভের আশায় মন্দিরে আসেন এদিন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৃন্ময়ী মায়ের পুরানো মূর্তি বির্সজন দিয়ে নতুন মৃন্ময়ী মূর্তি বেদীতে প্রতিষ্ঠা করা হয়। মায়ের পুরানো মূর্তি মন্দিরের পাশে কুমোর বাঁধে বিসর্জন দেওয়া হয়। পরে মধ্যরাতে হোমযজ্ঞ সহকারে দেবীর আরাধনা করা হয়। ভোর রাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন প্রচুর ভক্তের সমাগম উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়। গোটা মন্দির চত্ত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়।