আসন্ন দীপাবলিতে আলোর উৎসব পালনের জন্য এলাকার বাসিন্দাদের মাটির প্রদীপ উপহার দিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয় পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর, ধবনি ও কাঁটাবেড়িয়া এলাকায়। এই কর্মসূচিতে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত মুখার্জী সহ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা।
বিধায়ক এদিন বাড়িবাড়ি গিয়ে বাসিন্দাদের মাটির প্রদীপ উপহার দেন। এদিন প্রায় পাঁচশো বাড়িতে নিজে গিয়ে প্রদীপ উপহার দেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিধায়কের হাত থেকে উপহার পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘দীপাবলি হচ্ছে আলোর উৎসব, প্রতিটি বাড়ি যাতে উৎসবের দিন আলোকিত হয়ে ওঠে সেজন্যই প্রদীপ বিতরণ কর্মসূচি নিয়েছি আমরা। এছাড়াও মাটির এই প্রদীপ পরিবেশ বান্ধব, সেই প্রদীপ ব্যবহারের বার্তাও দিচ্ছি এই কর্মসূচির মাধ্যমে।’ করোনা আবহে দীপাবলি উপলক্ষে বাজি না পুড়িয়ে বিধায়ক সকলকে প্রদীপ জ্বালানোর পরামর্শ দেন।