দুর্গাপুর ১৬ নং ওয়ার্ডে ধান্ডাবাগ রবীন্দ্রপল্লী এলাকায় সকাল সকাল বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক কিশোর আর এক মহিলা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী ওই দুই চোরকে আটকে রেখে পুলিসে খবর দেয়। দুর্গাপুর থানার পুলিস এসে তাদের আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ ওই এলাকার বাসিন্দা ডিএসপি কর্মী অরিন্দম মুখার্জীর বাড়িতে হঠাৎই এক বছর পনেরোর কিশোর ঢুকে পড়ে। পরিবারের লোকজন সেই সময় দোতলার ঘরে ছিলেন। হঠাৎই অরিন্দমবাবুর নজরে পড়ে ওই যুবক। সেই সময় যুবক ঘরের ভিতর ঢুকে একটি ব্যাগে করে স্মার্ট ফোন, টাকা সহ মানিব্যাগ, এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বাইককের চাবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। সেই সময় ওই কিশোরকে হাতেনাতে ধরে ফেলেন অরিন্দমবাবু। বাইরে দেখেন এক মহিলা শিশু কোলে পাহারায় রয়েছেন। তিনি কিশোরকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পুলিশে খবর দেওয়া হলে পুলিস তাদের আটক করে নিয়ে যায়।