ছেলেকে আর কি ফিরিয়ে দিতে পারবেন? আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল। কোথায় কখন থাকত এবং কোথায় কোন দলের পতাকা কাঁধে নিত আমরা তা জানি না। আমার ছেলের মৃত্যুর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ছেলের মৃত্যু নিয়ে রাজনীতি ভালো লাগছে না। আমাদের মনের অবস্থা ভালো নেই এর মধ্যে এইসব ভালো লাগছে না। মঙ্গলবার লাউদোহায় মৃত স্বরুপ সৌ-এর বাড়িতে গিয়ে মা সুলোচনা সৌকে সমবেদনা জানাতে গেলে বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জীকে মুখের উপর একথা বলেন মৃত স্বরুপ সৌ-এর মা সুলোচনা সৌ।

মঙ্গলবার বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ দলীয় কর্মীদের নিয়ে বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জী মৃত স্বরুপ সৌ-এর বাড়িতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান। বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জী সহ বিজেপি নেতৃত্বের দাবি মৃত স্বরুপ সৌ বিজেপি কর্মী। তাঁকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা খুন করেছে। মঙ্গলবার এই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে দুর্গাপুর থানা ঘেরাও করে। বিজেপির রাজ্য নেতা রাজু ব্যানার্জী দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলন রাজ্য ব্যাপি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। মৃত্যুর কারণ উন্মোচন করতে সিবিআই তদন্তের দাবি জানান এবং ক্ষমতায় এলে পুলিশকে পেটে মারার হুঁশিয়ারি দেন।

মৃত স্বরুপ সৌ-এর মা সুলোচনা সৌ-এর বক্তব্য নিয়ে বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মৃতের পরিবারের লোকজনদের শাসক দলের কর্মীরা হুমকি দিয়েছে। তাই মৃত স্বরুপ সৌ-এর মা ভয়ে মুখ খুলছেন না।’ স্বরুপ সৌ বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন বলে এদিন দাবি করেন রাজু মুখার্জী।

উল্লেখ্য, সোমবার দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েত কার্যালয়ের পিছন থেকে স্থানীয় বাসিন্দা স্বরুপ সৌ-এর মৃতদেহ উদ্ধার হয়। স্বরুপ সৌ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে মৃতের পরিবারের দাবি। অথচ স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ জেলা বিজেপির নেতা কর্মীরা বলছেন স্বরুপ সৌ বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

Like Us On Facebook