ভিন রাজ্যে কাজে গিয়ে ফের রহস্য মৃত্যু রাজ্যের তিন যুবকের। বর্ধমানের জামালপুরের এক ও তারকেশ্বরের দুই যুবকের অপমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রাম নিবাসী ২৬ বছর বয়সী মৃত যুবকের নাম উদয় দাস। ওই যুবকের বাবা মোহন চন্দ্র দাস জানান, তাঁর বড় ছেলে উদয় গত ২৪ জানুয়ারি বিহারের পাটনায় কাজে গিয়েছিল। সেখানে চিংড়ি মাছ সংরক্ষণের জন্য যে হিমঘর তৈরি হচ্ছে তার কাজে সে যোগ দিতে যায়। হুগলির তারকেশ্বরের আরো দুই যুবক উদয়ের সঙ্গে গিয়েছিল। সেখানে উদয় শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের মেকানিক হিসাবে কাজে যোগ দেয়।
তিনি আরও জানান, গত সোমবার উদয় দিদিকে ফোনে জানায়, কাজ শেষ হয়ে গেছে। পাটনা স্টেশন লাগোয়া হটেলে এখন খাচ্ছি। খেয়ে উঠে ট্রেনে চাপব। মঙ্গলবার বাড়ি ফিরবে বলে উদয় দিদিকে জানিয়েছিল। এর পর থেকে ছেলের মোবাইলে যত বার ফোন করা হয়েছে ফোন সুইচ অফ থাকে। বৃহস্পতিবার বাড়িতে খবর আসে তারকেশ্বরের দুই যুবক ও উদয় সেখানে মারা গেছে। পরিবারের সদস্যরা বলেন মৃত্যু কিভাবে হয়েছে তার কারণ এখনও আমাদের কাছে পরিস্কার নয়। পরিবারের সদস্যরা দাবি করেন, উদয় সহ তিন জনকেই সেখানে খুন করা হয়েছে। দেহ ফিরিয়ে অনার জন্য জামালপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছে মৃত যুবকের পরিবার।