বেহাল কুনুর নদীর পুরানো ব্রিজের সংস্কার করার পাশাপাশি নতুন ব্রিজ তৈরির প্রস্তাবের অনুমোদন মঞ্জুর করল পূর্ত দপ্তর। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার পর ব্রিজের সংস্কার শুরু হয়েছে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই কুনুর নদীর ব্রিজের সমান্তরাল একটি নুতন ব্রিজ তৈরি করার প্রস্তাব দেয় পূর্ত দফতরের কাছে। টালবাহানায় নতুন ব্রিজ তৈরি ছিল বিশ বাঁও জলে। কয়েকদিন আগে হঠাৎ করে কুনুর নদীর ব্রিজের বেহাল দশা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই প্রশাসনিক আধিকারিকরা নড়েচড়ে বসেন। কুনুর নদীর ব্রিজের সংস্কারের পাশাপাশি ব্রিজের সমান্তরাল একটি নতুন ব্রিজ তৈরির প্রস্তাবে প্রশাসনিক শীলমোহর পড়ায় খুশি ব্রিজ পারাপারকারী বর্ধমান ও বীরভূম জেলার মানুষজন।

Like Us On Facebook