দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে ৫ ও ৬ মে বসতে চলেছে ‘আইপিএল ফ্যান পার্ক’-এর আসর। দর্শকদের জন্য জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে আইপিএলের চারটি ম্যাচ। দর্শকদের নিরাপত্তার কথা ভেবে চতুরঙ্গ মাঠ ওই দিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হবে, শুক্রবার সিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিসিসিআই-এর গেম ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিকাশ পন্ডিত।
বিকাশ পন্ডিত বলেন, সকলে মাঠে গিয়ে জনপ্রিয় আইপিএল খেলা দেখতে পারেন না। সেই সব উৎসাহিত দর্শকদের কথা ভেবে দেশের বিভিন্ন শহরে দর্শকদের জন্য গত কয়েক বছর ধরে খেলার সিজিনে আইপিএল ফান পার্কের আসর বসানো হচ্ছে। ওই ফ্যান পার্কে মাঠের অনুরূপ পরিবেশ তৈরি করে জায়েন্ট স্ক্রিনে সরাসরি উদ্যোক্তারা উৎসাহিত দর্শকদের আইপিএল দেখার সুযোগ করে দিচ্ছেন।
এবছর দেশের ১৯ রাজ্যের ৩৬ টি শহরে আইপিএল ফান পার্কে জায়েন্ট স্ক্রিনে সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিসিসিআই-এর আধিকারিক বিকাশ পন্ডিত। রাজ্যে শিলিগুড়ি ও দুর্গাপুরে ফান পার্কের মাধ্যমে সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫ ও ৬ মে সম্পূর্ণ বিনামূল্যে দুর্গাপুরের ক্রীড়া প্রেমিক মানুষ চতুরঙ্গ ময়দানে আইপিএল ফান পার্কে আইপিএলের চারটি খেলা দেখার সুযোগ পাবেন বলে জানান সিএবি’র সদস্য ও আইপিএল ফ্যান পার্কের উদোক্তা বিজয় চক্রবর্তী।