অ্যালয় স্টিল প্ল্যান্টের(এএসপি) বিলগ্নিকরণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃবৃন্দ সহ কর্মীরা কারখানার গেটের সামনে ধর্নায় বসেছেন। শুক্রবার ধর্না দ্বিতীয় দিনে পড়ল। এদিন দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ দলীয় সমস্ত কর্মী ও শিল্পাঞ্চলের শীর্ষ নেতৃত্ব ধর্নায় বসে। তৃণমূল কংগ্রেস নেতা অপূর্ব মুখার্জী সহ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভি শিবদাসন, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সহ সকলেই উপস্থিত ছিলেন এদিন।
গত এক বছর ধরে সিটু ও আইএনটিইউসি যৌথ ভাবে কেন্দ্রীয় সরকারের এএসপি বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। এএসপির বিলগ্নিকরণের লক্ষ্যে মঙ্গলবার সেলের এক গ্লোবাল টেন্ডার জারি করার খবর চাউর হতেই বুধবার এএসপি কারখানার গেটের সামনে সিটু, আইএনটিইউসি ও আইএনটিটিইউসি রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসঙ্গে বি়ক্ষোভে সামিল হয়ে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে এবং বৃহত্তর আন্দোলনের ডাক দেয় তিন শ্রমিক সংগঠনের নেতারা। এরপর বৃহস্পতিবার থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করে।