.
পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়ন – এই শ্লোগান কে সামনে রেখে ৮ যুবক কলকাতার ব্যারাকপুর থেকে ঝাড়খন্ডের রাঁচির উদ্দেশ্যে ১৫ ফেব্রুয়ারি এক যাত্রা শুরু করেন। ফ্রন্টলাইন সোসাইটি নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের আট যুবক শুক্রবার দুর্গাপুরের বুক চিরে সাইকেল চালিয়ে আসানসোলের দিকে রওনা দিল। দূষণ মুক্ত পরিবেশ তৈরির লক্ষে মানুষকে সচেতন করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য বলে জানান গোপাল সিং, গোপী সিং, সুনীল বাল্মীকি, নিত্যানন্দ যাদব, রাহুল পাসওয়ান, শ্রীপ্রকাশ দাস, সঞ্জয় দাস, সংময় ঠাকুর নামের যুবকরা।
Like Us On Facebook