লোকসভা ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যখন দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে বিলগ্নিকরণের খবরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের আন্দোলন শুরু করল ঠিক তখনই অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক সংগঠনে বড়সড় ভাঙন প্রকাশ্যে এল। অ্যালয় স্টিল প্ল্যান্টের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অশোক কুন্ডু দল ছেড়ে বিজেপির সদ্য গঠিত শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দিলেন।
শনিবার বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অশোক কুন্ডু গোপালপুরের এক জনসভায় বিজেপির শ্রমিক সংগঠনে যোগদান করেন। কেবলমাত্র অশোক কুন্ডুই নন, তাঁর অনুগামী আরও ৫০০ আইএনটিটিইউসির সমর্থক ঠিকা শ্রমিক এদিন বিজেপি শ্রমিক সংগঠনে যোগদান করেন বল দাবি। দলবদল করে অশোক কুন্ডু বলেন, ‘অ্যালয় স্টিল প্ল্যান্টের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর ক্রমাগত দলাদলির ফলে প্রয়োজনীয় শ্রমিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে। তাছাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শিল্পাঞ্চলের কলকারখানায় যে ভাবে আন্দোলন করছে তা দিশাহীন এবং শ্রমিক স্বার্থবিরোধী।’ তাই দীর্ঘ লড়াইয়ের পরও অশোক কুন্ডু এদিন বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ করলেন বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকদের কাছে। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অশোক কুন্ডু দলবদলের আগে যেমন অ্যালয় স্টিল প্ল্যান্টের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন, তেমনই দলবদলের পরও ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের অ্যালয় স্টিল প্ল্যান্ট ইউনিটের সাধারণ সম্পাদক পদে আসীন হলেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?