রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারী দুর্গাপুরের গর্ব সোহম মিস্ত্রিকে শুভেচ্ছা জানাতে শনিবার সোহমের বাড়ি গেলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই। সোহমের বাড়ি দুর্গাপুরের ৫৪ ফুটে। শনিবার সকালে লক্ষণ ঘড়ুই সোহম মিস্ত্রির বাড়ি গিয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি সোহমের ভবিষ্যতে আরও সাফল্যে কামনা করেন। ছেলে সোহম দুর্গাপুরের মুখ উজ্জ্বল করায় সোহমের বাবা ও মাকেও ধন্যবাদ জানান লক্ষণবাবু। গত দু’দিন ধরে শুভেচ্ছার বন্যা চলছে দুর্গাপুরের ৫৪ ফুটের মিস্ত্রি পরিবারে।

শনিবার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইও সোহমকে শুভেচ্ছা জানাতে যান। আবেগতাড়িত হয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারী দুর্গাপুরের গর্ব সোহম মিস্ত্রি বলেন, ‘আমার এই সাফল্য তখনই পূর্ণতা পাবে যখন আমি মানুষের সর্বাঙ্গীন উপকারে নিজেকে নিয়োজিত করতে পারব।‌ আমি মানুষের সর্বাঙ্গীন উপকারে যাতে লাগতে পারি সেই লক্ষ্যেই আমার এই পড়াশোনা। আমি উচ্চশিক্ষায় আইআইটি মুম্বাই-এ পড়াশোনা করব বলে মনস্থির করেছি। পাশাপাশি শনিবার তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারিও সোহমের বাড়ি গিয়ে সোহমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook