নিরোগ থাকতে যোগ ব্যায়ামের কোন বিকল্প নেই। তাই ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয়। তারপর প্রতিবছর বিশ্বের সমস্ত জায়গার সঙ্গে ২১ জুন ভারতের প্রতিটি অঞ্চলেই সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।
এবছরও শুক্রবার উষালগ্নে দেশের সমস্ত জায়গার সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরোগ থাকতে শিল্পাঞ্চলের মানুষ যোগ দিবসে অংশগ্রহণ করেন। দুর্গাপুরে যোগদিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় দুর্গাপুরের স্টিল টাউনশিপ চিত্রালয় সিনেমা হল সংলগ্ন রাজীব গান্ধী স্মারক ময়দানে। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে এখানে যোগ দিবসে প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন। তাছাড়া দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক সহ দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যোগদিবস পালন করা হয়। ডিএসপির উদ্যোগেও স্টিল টাউনশিপে যোগ দিবস পালন করা হয়। এদিন কাঁকসাতেও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবসে কচিকাঁচা থেকে গৃহবধূরাও রোগ নিরাময়ে যোগ অনুশীলনে যোগ দেন। পাশাপাশি আসানসোল ও বর্ধমান সহ দুই বর্ধমানের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?