স্ত্রী ও মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মৃতদের নাম পানমতি সোরেন(৪৭) ও লক্ষীমতি সোরেন(২০)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সালানপুর থানার উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের রামপুর এলাকায়। বাড়ির উঠোনে মা এবং বাড়ি থেকে কিছুটা দূরে মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্ত হাপনা সোরেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মানুষজন বাড়ির উঠোনে পানমতির রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ এবং কিছুটা দূরে লক্ষীমতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। রহস্যজনক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মা ও মেয়ে রামপুরের নামোপাড়ার একটি বাড়িতে থাকতেন। স্বামীর সঙ্গে অশান্তি হওয়ায় পানমতি মেয়েকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। স্বামী হাপনা সোরেন মহুলডাঙায় থাকতেন বলে জানা গেছে। অভিযোগ, প্রায়ই হাপনা মদ্যপ অবস্থায় এসে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঝগড়া করতেন।

পানমতির দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ হাপনা সোরেনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। খুনে ব্যবহৃত একটি কুড়ুল এবং হাপনা সোরেনের রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করেছে পুলিশ।

Like Us On Facebook