দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের জন্য জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা বুধবার হাসপাতাল পরিদর্শন করলেন। জানা গেছে, রোগীদের উন্নত মানের পরিষেবা দিতেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজকের এই পরিদর্শন জেলা প্রশাসন কর্তাদের। কয়েকটি স্পেশালিটি বিভাগ চালু করা হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পাশাপাশি সরকারি এই হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটটিভ বিভাগ, কিচেন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মূল প্রবেশদ্বারের সামনে, এর ফলে হাসপাতালে আসা রোগীদের অনেকটা সুবিধে হবে। খালি ঘরগুলিতে যেমন আলাদা করে ওয়ার্ড করা সম্ভব হবে ঠিক তেমনই আউটডোর চেম্বারের সংখ্যাও বাড়বে। সব কিছু ঠিকঠাক চললে তিন থেকে চার মাসের মধ্যে এই পরিকল্পনা কার্যকর করার যাবে বলে মনে করছেন আধিকারিকরা। এই উদ্দেশ্যে বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন, জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা, ছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়াররা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।