রেলের উচ্ছেদ নোটিশে ক্ষোভে ফুঁসছে দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকার কয়েকশো দোকানদার। অভিযোগ হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পরই দোকানদারদের পাশে থাকতে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস।

আজ বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শিপুল সাহা, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, মেয়র পারিষদ রুমা পারিয়াল, নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল সহ অন্যান্যরা। রেল জোর করে উচ্ছেদ করতে এলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কয়েকশো হকার ও উচ্ছেদের নোটিশ পাওয়া দোকান মালিকেরা।

দুর্গাপুরের মতো অন্ডালেও রেলের উচ্ছেদ নোটিশে দোকানদাররা ক্ষোভে ফেটে পড়লেন। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে অন্ডাল রেল আধিকারিককে স্মারকলিপি দিলেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা।

অন্যদিকে, আসানসোল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা বলেন, রেলের পরিষেবা আরও উন্নত করতে রেলের আশেপাশে ফাঁকা জায়গাগুলির প্রয়োজন, যাতে যাত্রীদের আরও বেশি করে সুবিধা দেওয়া যায়। তিনি বলেন, ‘আসানসোল-দুর্গাপুরে প্রায় কুড়ি লক্ষ যাত্রীর সুবিধার কথা ভেবে এই পদক্ষেপ। হয়তো এই পদক্ষেপে কিছু মানুষের সমস্যা হবে তবে বৃহত্তর স্বার্থে সবার এটা মেনে নেওয়া উচিত।’

Like Us On Facebook