রায়না থানার নাড়ুগ্রাম অঞ্চলের সিপ্টা গ্রামে মদের টাকা চেয়ে না পাওয়া মদ্যপ ছেলে আছড়ে মেরে ফেলল মাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত্রে ছেলে বাসুদেব সিং মদ্যপান করে বাড়িতে এসে প্ৰথমে দাদুর কাছে টাকা চায়। দাদু টাকা না দেওয়াতে দাদুর উপর চড়াও হয় নাতি বাসুদেব সিং। তা দেখে থাকতে না পেরে মা জ্যোৎস্না সিং (৫০) ছেলেকে ঝাঁটা দিয়ে মারে। এরপর মাকে মারধর শুরু করে ছেলে বাসুদেব সিং। মদ্যপ অবস্থায় ছেলে মাকে টেনে গ্রামের ঢালাইয়ের রাস্তায় নিয়ে যায়। সেখানেই মায়ের বুকে লাথি মারে। পরে মাকে আছাড় মারে ঢালাই রাস্তায়। ঘটনাস্থলেই মারা যান জ্যোৎস্না দেবী।

উল্লেখ্য, সম্প্রতি বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে ঘর করেছিলেন জ্যোৎস্না সিং। আর সেই টাকা থেকে টাকা চান ছেলে বাসুদেব সিং। বাসুদেব সিং-এর সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয় মাস ছয়েক আগে। এরপর থেকেই সে প্রায়দিনই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করতো। মায়ের কাছে প্রায়শই টাকা চাইতো। তা নিয়েই মায়ের সঙ্গে বিবাদ চলছিল। এদিকে, মাকে খুন করার ঘটনায় মঙ্গলবার রাতেই ছেলে বাসুদেব সিংকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। এদিন বাসুদেবকে বর্ধমান আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বুধবার জ্যোৎস্নাদেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Like Us On Facebook