সেলফি নিতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দির সংলগ্ন নুনী নদীতে। মৃতের নাম বিবেক চন্দ্রবংশী (২৬)। অণ্ডালের বাসিন্দা।

জানা গেছে, এদিন অণ্ডালের নর্থ বাজার এলাকা থেকে বিবেক তাঁর আত্মীয়দের সঙ্গে আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পর মন্দিরের পিছনে নুনী নদীর ঝর্ণার কাছে গিয়ে বিবেক ও তাঁর এক আত্মীয় সেখানের প্রাকৃতিক সৌন্দর্য্যের ছবি তুলতে যান। নদীর ধারে গিয়ে সেলফি নিতে নিতে পা হড়কে নদীতে পড়ে যান বিবেক। ওই জায়গায় নদীতে তীব্র স্রোত থাকায় বিবেক নদীতে তলিয়ে যান। সঙ্গে থাকা তাঁর আত্মীয়ের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্যদের। ডুবুরিরা কয়েকঘন্টা তল্লাশি চালিয়ে বিবেকের দেহ উদ্ধার করে। কান্নায় ভেঙে পড়েন বিবেকের পরিজনেরা। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।


Like Us On Facebook