.

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির প্রার্থী লক্ষণ ঘড়ুই এবং তাঁর দলবদলের বিরুদ্ধে তাঁকে শারীরিক নির্যাতনের অভিযোগ করলেন। শুক্রবার দুর্গাপুরের আমরাই গ্রামে নির্বাচনী পথসভা সেরে ফেরার পথে রাস্তায় তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন প্রাক্তন বিজেপি নেত্রী তথা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘আমি যেদিন থেকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছি সেইদিন থেকে আমাকে ফোনে প্রাণে মারার ও শারীরিক নির্যাতনের হুঁশিয়ারি দিচ্ছে একদল দুষ্কৃতী। আমি দুর্গাপুর থানা এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। খুব আতঙ্কে রয়েছি আমি।’

Like Us On Facebook