Photo: Collected

দেশ ও রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পূর্ব বর্ধমান জেলায় দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। ২২ এপ্রিলের রিপোর্ট অনুযায়ী নতুন করে ৩৬৬ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। এই ৩৬৬ জনের মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ১২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৮৫ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৫০২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২৪৫৭ জন।

পূর্ব বর্ধমান জেলার কোভিড-১৯-এর জন্য ২৪ ঘন্টার সহায়তা নম্বরঃ
কন্ট্রোল রুম ১ঃ ৯৮৮৩৬৬১১৯৯
কন্ট্রোল রুম ২ঃ ৯৮৮৩৫৩৭৩৯৭

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের দেওয়া কোভিড সংক্রান্ত জরুরি ফোন নম্বরগুলি হলঃ
কোভিড হেল্পলাইন(২৪ ঘন্টার)ঃ ৮৫৯৭০৪২৯৭৬
অ্যাম্বুলেন্স (দুর্গাপুর)ঃ ৯৫৪৭৩৬৫৩৭৯, ৮০০১০৬৩৬৮৪
অ্যাম্বুলেন্স (আসানসোল)ঃ ৯৬৭৯৪৩১০৮৯

করোনার বাড়বাড়ন্তের মধ্যেও অনেকের মধ্যেই এখনও দেখা যাচ্ছে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখানোর প্রবণতা। এভাবে চলতে থাকলে করোনাকে হারানো অসম্ভব। প্রশাসনের তরফ থেকে মানুষকে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার আবেদন জানানো হচ্ছে।

Like Us On Facebook