ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট বিনামূল্যে হাসপাতালের বর্হিবিভাগে(ওপিডি) চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, রোগীদের চিকিৎসা পরিষেবায় কেবলমাত্র ওপিডির ক্ষেত্রেই নয়, প্যাথলজি ও রেডিয়োলজি বিভাগে বিভিন্ন পরীক্ষার উপরেও বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন গৌরীদেবী হাসপাতাল কর্তৃপক্ষ।
গৌরীদেবী হাসপাতালের প্রশাসনিক আধিকারিক সঞ্জীব রায় বলেন, ‘ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট হাসপাতালের পক্ষ থেকে রোগীদের এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি এতে রোগী ও রোগীদের পরিবারের লোকজন উপকৃত হবেন।’ জানা গেছে, ১৫ আগস্ট হাসপাতালে জেনারেল মেডিসিন, নিউরো অ্যান্ড স্পাইন সার্জারি,গাইনো বিভাগ সহ প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, অর্থ ও কার্ডিওলজি বিভাগের ওপিডিতে উপস্থিত চিকিৎসকরা নিখরচায় রোগীদের চিকিৎসা পরিষেবা দেবেন।