গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের নেতৃত্বে দুর্গাপুর মহকুমা কার্যালয়ের প্রশাসনিক কর্তারা মঙ্গলবার সন্ধ্যায় তিনটি নতুন টোটোকে একটি বাড়ি থেকে বাজেয়াপ্ত করলেন। মহকুমা কার্যালয় সূত্রে জানা গেছে, বীরভানপুরের ওই বাড়িতে তিনটি নতুন টোটো বিক্রির উদ্দেশ্য এনে রাখা হয়েছিল। জানা গেছে, তিনটি টোটো বাজেয়াপ্ত করে আইনি পদক্ষেপ নিতে কোকওভেন থানার পুলিশের হাতে তুলে দেন মহকুমাশাসক।

মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলার জেলাশাসক ডা. সৌমিত্র মোহন নতুন টোটো বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেই সময় টোটো বিক্রির দায়ে বেশ কিছু টোটোর দোকান বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপরেই প্রশাসনের নজর এড়িয়ে রানিগঞ্জ বা আসানসোল সহ বিভিন্ন এলাকা থেকে দুর্গাপুরে টোটো এনে রমরমা কারবার চালাচ্ছিল একদল ব্যবসায়ী। এরমধ্যে কয়েকদিন আগে ফের অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করে দুর্গাপুর মহকুমা প্রশাসন। এই নিয়ে কয়েকদিন ধরে মহকুমা কার্যালয়ের সামনে টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শনও চলছে দফায় দফায়। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে গোপন সূত্রে খবর পেয়ে বীরভানপুর তালতলা এলাকার একটি বাড়ি থেকে তিনটি টোটো বাজেয়াপ্ত করায় অবৈধ টোটোর বিরুদ্ধে দুর্গাপুর মহকুমা প্রশাসন যে কড়া পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ তার ফের প্রমাণ মিলল।

Like Us On Facebook