করোনা ভ্যাকসিনের সরবরাহ কম থাকায় দুর্গাপুর পুরসভার বিভিন্ন বরো অফিসের স্বাস্থ্য কেন্দ্রে শনিবার ও রবিবার টিকাকরণ বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দুর্গাপুর পুরসভার সমস্ত বরো অফিসের স্বাস্থ্য কেন্দ্রে করোনা মোকাবিলায় বিনামূল্যে টিকাকরণ শুরু হয়। প্রথম দিনেই ব্যপক সাড়া ফেলে মানুষের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন বরো অফিসের স্বাস্থ্য কেন্দ্রে মানুষকে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহ কম থাকায় ‌শনিবার থেকে বরো অফিসের স্বাস্থ্য কেন্দ্রে নোটিস দিয়ে টিকাকরণ সাময়িক বন্ধ রাখার কথা জানানো হয়। ফলে ভ্যাকসিন নিতে এসে অনেককে বাড়ি ফিরে যেতে হয়।

এই বিষয়ে দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘আপাতত করোনার ভ্যাকসিন সরবরাহ কম রয়েছে। তাই দুর্গাপুর পুরসভার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখা হল। ভ্যাকসিন ফের এলেই সঙ্গে সঙ্গে মানুষকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে।’ দুর্গাপুরের মহকুমাশাসক অর্ঘ প্রসূন কাজী বরো অফিসের স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ বন্ধ থাকার কথা জানতে পেরে খোঁজ নিয়ে বলেন, ‘আমি জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললাম। উনি বললেন, রবিবার রাতে জানা যাবে ফের কবে থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।’ অপরদিকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালগুলিতে ২৫০ টাকার বিনিময়ে যেমন করোনার ভ্যাকসিন দেওয়া চলছিল তা সমান গতিতে চলছে বলে জানা গেছে।

Like Us On Facebook