আগামী ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান জেলায় পঞ্চম দফার এবং ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে একদিকে যেমন চলছে নাকা চেকিং, টহলদারি ও গ্রেফতারি, তেমনই জারি করে দেওয়া হল মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞাও। জেলা আবগারী দফতর সূত্রে জানা গেছে, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকে শুক্রবার পর্যন্ত জেলায় মোট ৭৪ জনকে অবৈধ মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৭ এপ্রিল ভোটের জন্য ১৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৭ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত মদ বিক্রি নিষিদ্ধ করা হল।

পাশাপাশি ২২ এপ্রিল ভোটের জন্য ২০ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২২ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। জেলা আবগারী দফতর সূত্রে জানা গেছে, আগামী ২ মে ভোট গণনার দিন পুরোপুরি মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়। তারপর থেকে শুক্রবার পর্যন্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার লিটার বিভিন্ন ধরণের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ৭৪ জনকে। আবগারী দফতর সূত্রে জানা গেছে, ভোট গণনা পর্যন্ত এই হানাদারি চলতেই থাকবে।

Like Us On Facebook