প্রতীকি ছবি

সিন্ডিকেটের মাধ্যমে দুর্গাপুরের পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় প্রকাশ‍্য দিবালোকে ‌রমরমিয়ে জুয়া খেলা চলছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে পান্ডবেশ্বর নদের পাড়ের শুনসান এলাকায় ঝোপঝাড়ের মধ্যে দৈনিক লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জুয়ার কারবারীরা প্রভাবশালীদের মদতে সিন্ডিকেটের মাধ্যমে দৈনিক প্রায় চল্লিশ – পঞ্চাশ লক্ষ টাকার জুয়ার মতো নিষিদ্ধ কারবার চালাচ্ছে। আর এই নিষিদ্ধ খেলায় বেশির ভাগই অবৈধ কয়লা, লোহা বা বালি ব‍্যবসায়ীরা অংশ নিচ্ছেন। সূত্র মারফৎ জানা গেছে, খেলায় কোড নাম ব‍্যবহার করা হয়। এন্ট্রি ফি মাথা পিছু ৩০ থেকে ৪০ হাজার টাকা। প্রত্যেকদিন কয়েকশ লোক এই জুয়ায় মেতে ওঠে। কেউ বাজি জেতে আবার কেউ সর্বস্ব হারিয়ে ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে। খেলায় ব‍্যঘাত ঘটাতে যাতে কেউ না পারে তার জন্য এলাকায় সন্দেহজনক ব‍্যক্তিদের অনুপ্রবেশ রুখতে সিন্ডিকেটের সদস্যরা দৈনিক মোটা টাকা দিয়ে নজরদারির জন্য লোকজনও রেখেছে বলে জানা গেছে।

অভিযোগ, পান্ডবেশ্বর নদের ধার ছাড়াও ঝাঁঝরা, শ‍্যামসুন্দরপুর, বনগ্রাম এলাকায় প্রত‍্যেকদিন জুয়ায় মেতে ওঠে অবৈধ কারবারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সব জুয়াড়িরা বিভিন্ন জনপ্রিয় নামকে জুয়ার কোড হিসেবে ব্যবহার করে খেলা চালায়। বর্তমানে যেহেতু মারণ খেলা ব্লু হোয়েল সকলের কাছে বিশেষ পরিচিতি পেয়েছে তাই জুয়াড়িরা‌ এখানে ব্লু হোয়েল নাম দিয়ে জুয়া চালাচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, অজ্ঞাত কারণে পুলিশ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের কানে বিষয়টি পৌঁছানোয় পুলিশকর্তারা খোঁজ খবর শুরু করেছেন বলে খবর।

প্রতীকি ছবি

Like Us On Facebook