ডিজেল-পেট্রোল চালিত অটোর মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত অটো নিয়ে সারা দেশ ঘুরছেন মুম্বাই আইআইটির ছাত্র সুশীল রেড্ডির নেতৃত্বে চার আইআইটির পড়ুয়া। ২৫ মে বেঙ্গালুরু থেকে আটো চেপে যাত্রা শুরু করে শুক্রবার তাঁরা দুর্গাপুরে পৌঁছলেন। পথে বিভিন্ন কলেজ পড়ুয়া সহ বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশনে আটো চালকদের তাঁরা সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত অটোর বিভিন্ন গুণাগুণ তুলে ধরছেন। ডিজেল ও পেট্রোল চালিত অটোর থেকে কিলোমিটার প্রতি কম খরচে দূষণহীন এই অটোর ব্যবহার ব্যাপকভাবে শুরু হলে দেশে পরিবেশ দূষণের মাত্রা কমানো সম্ভব হবে বলে তাঁদের দাবি।

এই দলের সদস্য পল্লবী বলেন, ‘আমরা স্বর্ণ চতুর্ভুজ জাতীয় সড়ক ধরে বেঙ্গালুরু থেকে কর্নাটক-মুম্বাই-গুজরাত-রাজস্থান-দিল্লি-উত্তর প্রদেশ-বিহার হয়ে এই সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত আটোয় প্রায় চার হাজার কিমি পাড়ি দিয়ে দুর্গাপুরে এসেছি। এরপরা আমরা কলকাতা থেকে ওড়িশা-অন্ধ্র প্রদেশ-চেন্নাই হয়ে বেঙ্গালুরু ফিরে যাব। পথে আমরা ইলেক্ট্রিক অটোর প্রয়োজনীয়তা নিয়ে মানুষকে বিশেষ করে দেশের ভবিষ্যৎ অর্থাৎ কলেজ পড়ুয়া এবং অটো চালকদের এই বিষয়ে সচেতন করার ব্যাপারে জোর দিচ্ছি।’

এই দলের প্রধান সুশীল রেড্ডি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে প্রচুর সংখ্যায় ডিজেল ও পেট্রোল চালিত পুরানো অটো চলে। এই যানগুলি প্রচুর দূষণ ছড়ায়। নতুন অটোর থেকেও এই পুরানো অটোগুলিতে প্রয়োজনীয় রদবদল করে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত দূষণহীন অটোয় পরিবর্তন করলে একদিকে চালকের কিলোমিটার প্রতি দৈনন্দিন খরচ যেমন কমবে, তেমনই দেশে দূষণের মাত্রাও কিছুটা কমবে।’ সুশীল রেড্ডি জানিয়েছেন, ডিজেল ও পেট্রোল চালিত পুরানো অটোকে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত দূষণহীন অটোয় পরিবর্তন করতে প্রায় ১লাখ ৮০ হাজার টাকা মত খরচ হবে। পাশাপশি ডিজেল ও পেট্রোল চালিত অটোয় যেখানে কিলোমিটার প্রতি ৩-৪ টাকা খরচ হয় সেখানে পরিবর্তিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি চালিত আটোয় কিলোমিটার প্রতি মাত্র ৫০ পয়সা খরচ হবে।

জানা গেছে, এই দলের সদস্যরা শুক্রবার দুর্গাপুরের ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে (এনপিটিআই) গিয়ে ইনস্টিটিউটের পড়ুয়াদের আজকের দিনে এই দূষণহীন অটোর প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে অটোর রদবদলের কারিগরি দিক নিয়েও আলোচনা করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook