সারা দেশের সঙ্গে আজ, শনিবার ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিনে আসানসোল পুরসভার ৪৩ নং ওয়ার্ডে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হওয়ার আগে শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান মহিলা মোর্চার কর্মীরা। এর পর সদস্য গ্রহণ কর্মসূচি শুরু হয়। পশ্চিম বর্ধমান জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী আশা শর্মা বলেন, ‘এদিন আসানোলের ৪৩ নং ওয়ার্ড থেকে ৫০ জন মহিলা বিজেপির সদস্য পদ গ্রহণ করেন।’
জানা গেছে, বিজেপির অনুপ্রেরণা ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে শনিবার থেকে সারা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রাজ্যে বিজেপির সমস্ত সাংগঠনিক জেলায় এদিন এই কর্মসূচির সূচনা হয়। রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি। বিজেপির নতুন সদস্য হতে ৮৯৮০৮০৮০৮০ নম্বরে মিসড কল দেওয়ার পাশাপাশি একটি আবেদন পত্রও পূরণ করতে হবে। এদিন আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির সদস্য পদ গ্রহণ কর্মসূচির সূচনা করা হয়। একই ভাবেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শনিবার বিজেপির সদস্য পদ গ্রহণ করার অঙ্গীকার করেন অনেকে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?