চক্ষু ও অঙ্গদানের অঙ্গীকার করলেন প্রায় একশো জন শিক্ষক-শিক্ষিকা। দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের ইন্ডিয়ানা সেমিনার হলে রবিবার বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ ও সক্ষম নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. সনৎ কুমার রায়। বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক চিরঞ্জীত ধীবর সহ অন্যান্য কর্মকর্তারা এদিন চক্ষুদান ও অঙ্গদানের জন্য অঙ্গীকার করার আবেদন রাখেন উপস্থিত সদস্যদের কাছে। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন প্রায় একশো জন শিক্ষক-শিক্ষিকা চক্ষু ও অঙ্গদানের অঙ্গীকার করলেন।
Like Us On Facebook