.

স্বাস্থ্য বিধিকে মেনে দুর্গাপুরের সিটি সেন্টারের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চের মূল প্রবেশদ্বার দর্শনার্থীদের জন্য বড়দিনে বন্ধ রাখা হল। চার্চের বাইরে থেকেই প্রভু যিশুকে দর্শন ও প্রার্থনা করার সুযোগ করে দেওয়া হয় বাঁশের বেড়া দিয়ে। সামাজিক দুরত্ব স্বাস্থ্য বিধি মেনে হাতে স্যানিটাইজার মুখে মাস্ক পরিধান করে দর্শনার্থীদের বাঁশের বেড়া দিয়ে চার্চের বাইরে প্রভু যিশুকে দর্শন ও প্রার্থনা করতে দেওয়া হয়। তা সত্ত্বেও বড়দিন চার্চের সামনে দর্শনার্থীদের ঢল নামে। চার্চের বাইরে কার্যত দর্শনার্থীদের জমায়েতের ফলে মেলার রুপ নেয় গোটা এলাকা। বড়দিন উপলক্ষে দুর্গাপুর সিটি সেন্টার চার্চকে রকমারি আলো এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভীড় এড়াতে আজ, বড়দিনে চার্চের মূল গেট বন্ধ রাখা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ৷ চার্চে ঢুকতে না পারায় মন খারাপ দর্শনার্থীদের৷ যদিও সকাল থেকেই ভিড় জমতে দেখা যায় সিটি সেন্টার চার্চে৷ ভিড় সামাল দিতে মোতায়েন করা সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকে।

Like Us On Facebook