.

পানাগড়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মালিকানা নিয়ে মালিকদের দু’পক্ষের মধ্যে প্রকাশ্যে মারধরের ঘটনায় শুক্রবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কলেজের মালিকানার বিষয়টি এখন আদালতের বিচারাধীন থাকা সত্ত্বেও দু’পক্ষের লোকজন আদালতের রায়ের জন্য অপেক্ষা না করে শুক্রবার কলেজের ভিতর ঢুকে মারামারিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই ছবি সিসি ক্যামেরায় বন্দি হয়। একে অপরকে দোষারোপ শুরু করে মারামারি শুরু করে দেওয়ার ফলে কলেজ চত্ত্বরে প্রবল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে জানা গেছে। খবর সংগ্রহ করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের উপর মালিকদের এক পক্ষ চড়াও হয় বলে অভিযোগ সংবাদ মাধ্যমের। কলেজের মালিকদের এক পক্ষ থেকে শতাব্দী অগস্থি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী এবং শ্বশুরকে কলেজের অপর মালিকপক্ষের লোকজন মারধর করেছে, আমরা পুলিশের সাহায্য চেয়ে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করছি।’

Like Us On Facebook