দুর্গাপুরের প্রাচীন মন্দির ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের মায়ের বাৎসরিক পুজো ও মহোৎসব উপলক্ষে সোমবার সন্ধ্যায় ভক্তদের ঢল নামল মন্দির প্রাঙ্গণে। মন্দিরে মহোৎসব উপলক্ষে সোমবার দিবা-রাত্রি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। সন্ধ্যায় ভিড়িঙ্গী শ্মশান কালী মায়ের মৃন্ময়ী মূর্তি পরিবর্তনের জন্য পুরানো মৃন্ময়ী মূর্তি মন্দিরের পাশেই কুমোর বাঁধে বিসর্জন করা হয়। এবং নতুন মৃন্ময়ী মূর্তি মন্দিরের স্থায়ী বেদীতে অধিষ্ঠিত করা হয়।

ধর্মপ্রাণ ভক্তদের বিশ্বাস শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরের মায়ের মৃন্ময়ী মূর্তি পরিবর্তনের এই সময় পূণ্য লাভের মহেন্দ্রক্ষণ। তাই প্রতিবছর পূণ্য লাভের আশায় দূরদূরান্ত থেকে আগত ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। এদিন সন্ধ্যায় মূর্তি পরিবর্তনের পর নিশিরাতে মূল পর্বের পুজো যাগযজ্ঞ সহকারে সম্পন্ন হবে। পুজো শেষে ভোররাতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মন্দিরে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং মন্দির সহ আশপাশের এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। সঙ্গে ব্যস্ত রাস্তায় ভক্তদের যাতে মন্দিরে আসতে কোন অসুবিধা না হয় তাই নাচন রোডে ট্রাফিক কন্ট্রোল করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে।





Like Us On Facebook