শুক্রবার সন্ধ্যেয় বর্ধমান শহরের বড়নীলপুর বাজার এলাকায় এক ডেকরেটর ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল বাড়ির জিনিসপত্র। বাড়ির গৃহবধু সুধা দাস জানিয়েছেন, এদিন সন্ধ‌্যা ৭টা নাগাদ আচমকাই আগুন লাগে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। কোথা থেকে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। ঘটনার খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনলেও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়ির জিনিসপত্র।

সুধা দাস জানিয়েছেন, প্রায় ৫০ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ডেকরেটর ব্যবসার সমস্ত কাগজপত্র এমনকি নগদ টাকা, টিভি, ফ্রিজ, আলমারী সবই পুড়ে ছাই হয়ে গেছে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে। প্রতিবেশীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সশব্দে গ্যাস সিলিণ্ডার ফাটে, তারপরই আগুনের তীব্রতা বেড়ে যায়।

Like Us On Facebook