গ্রীষ্মের প্রখর দাবদাহে কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে প্রখর রোদ্দুর আর প্রাণান্তকর গরমে চলা লু থেকে নিজেকে বাঁচাবেন। বমি, পায়খানা একসঙ্গে শুরু হলে আপদকালীন পরিস্থিতিতে কি করবেন আর কি করবেননা, সানস্ট্রোক হলেই বা কি করণীয়। গরমে ভাল থাকার সুলুক সন্ধান জানাতে আলোচনা সভা হল দুর্গাপুরে।
জীবন জীবিকার সন্ধানে যারা প্রখর রোদ্দুর মাথায় করেই প্রতিদিন রাস্তায় বের হন তাঁদের সুস্থ থাকার বিষয়ে একগুচ্ছ পরামর্শ দিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট চিকিৎসকরা। দুর্গাপুরের জনবহুল বেনাচিতি বাজারে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা হল বৃহস্পতিবার। নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ লাবলি রায়, কমিশনার কস্তুরি সেনগুপ্ত সহ বিশিষ্ট চিকিৎসকরা এদিনের আলোচনায় অংশ নেন।
Like Us On Facebook