সিপিএমের বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ১৭ দফা দাবীকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রচুর জন সমাগম হওয়ায় প্রায় ২ ঘণ্টা কার্জন গেট সংলগ্ন জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। এদিন এই বিক্ষোভ সমাবেশ থেকে সকলকে ডিজিটাল রেশন কার্ড দেওয়া এবং ২টাকা কেজি দরে চাল দেবার দাবি জানানো হয়। এএসপি সহ বিভিন্ন কারখানা বন্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে হস্তক্ষেপ করার দাবি জানানো হয়। কৃষিক্ষেত্রে কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম প্রদান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করা, শাসকদলের দুর্নীতি ও লুঠতরাজ বন্ধ করার দাবি জানানো হয়। বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর সন্ত্রাস বন্ধ করা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়াও টেট দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, সাম্প্রদায়িক শক্তির উত্থানকে দ্রুত রদ করারও দাবি জানানো হয়। অন্যান্যদের মধ্যে এদিন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমল হালদার। উদয় সরকার, সৈয়দ হোসেন, সাধনা মল্লিক, সুরেন হেমব্রম, গণেশ চৌধুরী, গৌরাঙ্গ চ্যাটার্জী, সমর ঘোষ, সন্তোষ দেবরায়, জাহানারা খান প্রমুখরাও এদিন হাজির ছিলেন।

Like Us On Facebook