.
দুর্গাপুরের এক অভিজাত আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল। মৃতার নাম সুস্মিতা ত্রিপাঠি (২৬ )। দুর্গাপুরের শঙ্করপুরের এক বহুতল আবাসনের চার তলায় স্বামী ও তিন বছরের মেয়ের সাথে থাকতেন। এদিন সকালে স্বামী দেবাশীষ ত্রিপাঠি বাজারে গিয়েছিলেন, আবাসনে ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত দেহ দেবাশীষ ত্রিপাঠি দেখতে পান বলে আবাসনের বাসিন্দারা জানান। আবাসনের বাসিন্দারা জানান, এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে গভীর কোন রহস্য রয়েছে। আমরা চাই পুলিশ এই রহস্য উন্মোচন করুক। আবাসনের বাসিন্দারা জানান, ৮ মাস আগে এই আবাসনে ফ্ল্যাট ভাড়ায় নেন ওই দম্পতি। স্বামী একটি বেসরকারি সার কারখানায় কর্মরত। খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। জানা গেছে, তদন্তের স্বার্থে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর ফাঁড়ির পুলিশ।