ইনভার্টার বিস্ফোরণে বাড়ির সমস্ত জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেল দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর। দুর্গাপুর স্টিল টাউনশিপের অরবিন্দ অ্যাভিনিউর ঘটনা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে।

জানা গেছে, শুক্রবার সকালে ডিএসপি কারখানার কর্মী অভিজিৎ ভট্টাচার্য ডিউটিতে চলে গেলে বাড়িতে একাই ছিলেন অভিজিৎবাবুর স্ত্রী। এরপর দুপুরে হঠাৎ করে বাড়ির ইনভার্টার সেটটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। বাড়িতে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির গ্যাস সিলিন্ডারটি আগুনের উৎস থেকে নিরাপদ দূরত্বে থাকায় বড় রকমের দুর্ঘটনা ঘটে নি বলে জানা গেছে। শব্দের তীব্রতায় পড়শিরা ছুটে আসেন। দমকলকে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিজিৎবাবু বলেন, ‘এদিনে দুপুর ১টা নাগাদ আমার স্ত্রী ফোন করে জানায় বাড়িতে আগুন লেগেছে। অমি দমকলে খবর দেওয়ার পাশাপাশি প্ল্যান্ট থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে দেখি ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পড়শিরা এসে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের না করলে আমার স্ত্রী হয়ত আগুনে পুড়ে মারা যেত।’ দমকল কর্মীরা প্রাথমিক ভাবে মনে করছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেই এই বিপত্তি ঘটেছে।

Like Us On Facebook