.

নেশা করার জন্য জামালপুরে মাত্রাতিরিক্ত হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় ধৃত হাতুড়ে ডাক্তার রাজকুমার ঘোষ ও বংশী পন্ডিতকে বৃহস্পতিবার তোলা হল বর্ধমান আদালতে। চোলাই না পেয়ে বিকল্প নেশা খুঁজতে গিয়েই এই ঘটনা বলে দাবি আবগারি সুপার তপন কুমার মাইতির। প্রেসক্রিপশন বা যথাযথ কাগজ না থাকলে ওষুধ বিক্রি নয়, হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতাদের পরামর্শ আবগারি দফতরের। এব্যাপারে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির সঙ্গে যুক্তদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে আবগারি দফতর।

Like Us On Facebook