মুম্বাইয়ে এল অ্যান্ড টি আয়োজিত ক্রিয়েটেক’১৯ চ্যালেঞ্জে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণে উদ্ভাবনী দক্ষতার পরিচয় রেখে দুর্গাপুরের এনআইটির ‘ইগনাইটেড মাইন্ডস’ নামে তিন ছাত্রীর এক টিম প্রথম পুরস্কার তুলে নিলেন। দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি সহ প্রখ্যাত সব ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পায় আইআইটি রুরকী এবং যুগ্মভাবে তৃতীয় স্থান লাভ করে আইআইটি বোম্বে ও বিটস পিলানীর পড়ুয়ারা।

এনআইটি সূত্রে জানা গেছে, দুর্গাপুর এনআইটির তৃতীয় বর্ষ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন ছাত্রী অংশু কুমারী, জ্যোতি গুপ্তা ও শ্রেয়া শ্রীবাস্তব এই প্রতিযোগিতায় প্রথম হয়ে ১ লক্ষ টাকা পুরস্কার জিতে নেন। জানা গেছে, এল অ্যান্ড টি কোম্পানি প্রতি বছর ইঞ্জিনিয়ারিং ছাত্রদের মধ্যে ‘ক্রিয়েটেক’ নামে প্রতিযোগিতার আয়োজন করে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দক্ষতা প্রকাশের জন্য অনন্য এই প্রতিযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাস্তবের বিভিন্ন চ্যালেঞ্জকে পড়ুয়াদের সামনে দেওয়া হয় ইনোভেটিভ সমাধান খোঁজার লক্ষ্যে।

এবার প্রতিযোগিতায় অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে ছিল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য নতুন কৌশল খুঁজে বের করার। দেশের প্রথম সারির শতাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রায় ৫০০ টিম প্রাথমিক পর্যায়ের জন্য রেজিস্ট্রেশন করায় এবং নিজ নিজ প্রজেক্টের রূপরেখা পাঠায়। বিচারকরা কঠোরভাবে মূল্যায়ণ করে ১২টি টিমকে চূড়ান্ত পর্যায়ের জন্য মুম্বাইয়ে ডেকে পাঠান। ইগনাইটেড মাইন্ডস-এর আইডিয়া নির্বাচিত হওয়ায় তাঁদেরও মুম্বাইয়ে ডেকে পাঠানো হয়।

সম্প্রতি মুম্বাইয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ১২টি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের সঙ্গে দুর্গাপুর এনআইটির তিন ছাত্রী তাঁদের প্রজেক্টের প্রোটোটাইপ বিচারকদের সামনে তুলে ধরেন। ইগনাইটেড মাইন্ডস-এর উপস্থাপিত আইডিয়া বিচারকদের তারিফ কুড়িয়ে নেয় এবং এই ইভেন্টে তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়। ছাত্রীদের এই সাফল্যে দুর্গাপুর এনআইটির ডিরেক্টর অনুপম বসু তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

Like Us On Facebook