আর পর্দার আড়ালে নয়। দুর্গাপুরে এবার প্রকাশ্য রাজপথে নেমে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মিছিল করলেন। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিগ বাজার এলাকা থেকে হিন্দু স্বার্থ রক্ষায় শ্লোগান দিতে দিতে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মিছিল করে এসে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলের হাতে স্মারক লিপি তুলে দেন।
কেবলমাত্র হিন্দু স্বার্থ রক্ষাই নয়, এদিন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা পরিবেশ দূষণ, পরিবেশ রক্ষা ও পানীয় জল রক্ষায় মহকুমাশাসককে প্রশাসনিক কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান বলে জানা গেছে। পর্দার আড়াল ছেড়ে প্রকাশ্য রাজপথে মিছিল করায় পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব হিন্দু জাগরণ মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। জানা গেছে, এদিনের মিছিলটি ছিল দুর্গাপুরে হিন্দু জাগরণ মঞ্চের প্রথম মিছিল। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিনের মিছিলের জন্য পুলিশ কড়া নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?