File Photo

বর্ধমান শহরের নির্মল ঝিল শ্মশানে চালু হল ইলেকট্রিক চুল্লি। পশ্চিমবঙ্গ সরকারের বৈতরণী প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা খরচে এই চুল্লি নির্মাণ করা হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর চুল্লিটি বর্ধমান পৌরসভার হাতে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল এই বৈদ্যুতিক চুল্লি।

যদিও পৌরসভা জানিয়েছে, এই চুল্লির বেশ কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে। কিন্তু শ্মশানে থাকা গ্যাসের চুল্লিটি মাঝে মধ্যে বিকল হয়ে পড়ছে। তাই এই চুল্লিটি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেওয়া হল। বৃহস্পতিবার বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করেন সদর উত্তর মহকুমাশাসক পুষ্পেন্দু সরকার। এছড়াও উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ , পৌরসভার সচিব জয়রঞ্জন সেন সহ অন্যান্যরা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook