পশ্চিম বর্ধমানের শিল্প সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষে বুধবার দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কনফারেন্স হলে শিল্প ও বণিক মহলের কর্তাদের সঙ্গে প্রশাসনিক কর্তাদের এক উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক হল। পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা আড্ডার সিইও শশাঙ্ক শেঠির পৌরহিত্যে ও পশ্চিম বর্ধমানের উন্নয়ন দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরার উপস্থিতিতে এই বৈঠকে বিভিন্ন শিল্প ও বণিক মহলের প্রধানরা প্রতিযোগিতার দৌড়ে বর্তমান সময়ে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে অন্তরায় ও ধারাবাহিক ভাবে চালু থাকা শিল্প ও ব্যবসাগুলি আরও ভালোভাবে চালানোর জন্য বিভিন্ন পরিকল্পনা ও প্রশাসনিক সাহায্যের প্রয়োজনীয়তা গুলি প্রশাসনিক কর্তাদের কাছে তুলে ধরেন এদিন। জেলা শাসক শশাঙ্ক শেঠি সহ প্রশাসনিক কর্তারা শিল্পপতি ও বণিক মহলের বক্তব্য শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে। বৈঠক শেষে দুর্গাপুরের মহকুমা শাসক তথা পশ্চিম বর্ধমান জেলার উন্নয়ন দপ্তরের অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, ‘শিল্পপতি ও বণিক মহলকে নিয়ে এটা একটা উচ্চ পর্যায়ের রুটিন বৈঠক। বৈঠক ফলপ্রসু হয়েছে। শিল্পপতি ও বণিক মহল তাঁদের বিভিন্ন সমস্যা ও নতুন পরিকল্পনাগুলি তুলে ধরেন এই বৈঠকে। প্রশাসনও সব সময় শিল্প ও বণিক মহলের পাশে থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বেঠকে।’
Like Us On Facebook