মুদির দোকানের আলুর বস্তা থেকে বের হল একটি আস্ত লাভ সিম্বলের আকারের আলু। আর সেই আলু দর্শন করতে পাড়ায় যুবক-যুবতীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুরের বেনাচিতির পশুপতি মার্কেটের মুদিখানার দোকানে।
আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে ভালোবাসার চিহ্ন সম্বলিত আলু দর্শন হতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আপলোড করার জন্য ছবি তুলতে এলাকার টিন এজারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দোকানদারও দিব্বি সকাল থেকে আলুর বস্তা থেকে সেই ভালোবাসার চিহ্ন সম্বলিত আলুটিকে দোকানের সামনে সাজিয়ে রেখে দোকানদারি করে গেলেন। মুদির দোকানের মালিক রাজ ভার্মা বলেন, ‘আমরা দোকানে বিক্রির জন্য আলু কিনে এনেছি। বস্তা থেকে আলু বিক্রি করছিলাম, হঠাৎ দেখি একটা আলু লাভ সিম্বলের আকারের। আমি আলুটাকে বিক্রি না করে দোকানে সাজিয়ে রেখে দিই। আজ ভ্যালেন্টাইনস-ডে, এই খবর ছড়িয়ে পড়তেই কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়।