আজ সন্ধ্যা ৬ টা ৫২ মিনিট নাগাদ ৩ দিনের সফরে বর্ধমানে এসে পৌঁছান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত। পুর নির্বাচনের আগে বিশেষত আরএসএসের মধ্যবঙ্গে মোহন ভাগবতের এই সফর নিয়ে রীতিমত কৌতূহল তুঙ্গে উঠেছে। আরএসএসের জনসংযোগ আধিকারিক প্রদীপ চৌধুরী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা ৫২ মিনিট নাগাদ মোহন ভাগবত কলকাতা থেকে বর্ধমানের উল্লাসে আরএসএসের কার্যালয়ে উপস্থিত হন। এখনও পর্যন্ত তাঁর ৩দিনের কর্মসূচিতে রয়েছে মধ্যবঙ্গের ৮টা জেলার আরএসএসের নির্দিষ্ট নেতৃত্বকে নিয়ে। প্রদীপবাবু জানিয়েছেন, ১৫ তারিখ বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডের নির্দিষ্ট আরএসএস কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। একইসঙ্গে ১৫ ও ১৬ তারিখ তিনি আরএসএসের মধ্যবঙ্গের ৮টি জেলা হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন। ১৭ তারিখ তিনি ৩৮টি কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে ১৭ তারিখই তিনি ফিরে যাবেন নাগপুর।

প্রদীপবাবু জানিয়েছেন, মোহন ভাগবতের এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। গত ২ বছর ধরে দেশ জুড়ে করোনার জন্য মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থার মাঝেও ভারতবর্ষ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তাই মোহন ভাগবত দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গের আরএসএসের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করছেন। ১৪ থেকে ১৭ তিনি মধ্যবঙ্গের এই ৮টা জেলার কার্যকর্তাদের নিয়ে আলোচনা করবেন। প্রদীপবাবু জানিয়েছেন, এই মহামারী পরিস্থিতিতে অনেকে মারা গেছেন, অনেকে কাজ হারিয়েছেন, স্কুল ছুট বাড়ছে, আর্থ সামাজিক কাঠামো ভেঙে পড়েছে বহু পরিবারে। এই অবস্থায় কে কেমন আছেন, কি পরিস্থিতিতে আছেন – এইসব বিষয় নিয়েই তিনি চর্চা করতে চান।

এদিকে তাঁর সফর ঘিরে বর্ধমান শহরকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। তাঁর সমগ্র সফরসূচি পর্যবেক্ষণের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। জেলা জুড়ে বিভিন্ন পয়েন্টে চলছে নাকা চেকিং।

Like Us On Facebook