করোনা আবহে পুর স্বাস্থ্যকর্মীদের জীবন বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ করোনা মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নূন্যতম বেতন দেওয়া সহ তিন মাস ধরে বন্ধ হয়ে থাকা করোনা ভাতা দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের চার মাথা মোড়ের কাছে রাস্তা অবরোধ করলেন পুর সাস্থ্যকর্মীরা।

প্রায় আধ ঘন্টার অবরোধে ব্যাপক যানজট তৈরি হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবরোধ তুলে দেওয়ার পরও স্বাস্থ্যকর্মীরা দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এতেও সরকারের হুঁশ না ফেরে তাহলে এরপর বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।

Like Us On Facebook